ঢাকা     সোমবার   ২০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে নাশকতার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ২২ নভেম্বর ২০২৩  
ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে নাশকতার চেষ্টা

ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে নাট বল্টু দিয়ে ভারী লোহার পাত যুক্ত করে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২২ নভেম্বর) রাত দেড়টার দিকে ফতুল্লার কোতোলেরবাগ হক বাজার সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে জানান। পরে জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেললাইন থেকে ভারী লোহার পাতটি অপসারণ করে।

উদ্ধারকারীরা জানান, রেললাইনে লোহার ভারী পাত রেখে নাট বল্টু দিয়ে আটকে দেওয়া হয়েছিল, যাতে ট্রেন উল্টে পড়ে যায়।

রেলওয়ে পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনা অনুযায়ী রেললাইনে ভারী লোহার পাত আটকে রাখা হয়েছিল। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন করে জানায়। পরে জিআরপি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেললাইন থেকে লোহার পাতটি অপসারণ করে।

নারায়ণগঞ্জ জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, ভারী একটি লোহার পাত রেললাইনে লাগিয়ে রাখা হয়েছিল। এটি লাইনের ওপর থাকলে ট্রেন উল্টে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আযম বলেন, দুর্বৃত্তরা ট্রেন দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। নাশকতার চেষ্টাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

রাকিব/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়