ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ২৩ নভেম্বর ২০২৩  
ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

পরীক্ষা দিয়ে বিদ্যালয় থেকে বাড়ি ফেরা হলো না সপ্তম শ্রেণির ছাত্র ফারুক হোসেনের। দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সে নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলার ভূল্লী বগুলাডাঙ্গী থেকে গড়েয়া যাওয়ার পথে তুরুকপথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন গড়েয়া বদাপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে। সে বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত।

বিষয়টি নিশ্চিত করে ভূল্লী থানার উপ-পরিদর্শক (এস আই) বিদ্যুৎ কুমার মজুমদার বলেন, দুপুরে মোটরসাইকেল নিয়ে বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে তুরুকপথা এলাকায় অপর দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ফারুক মারা যায়। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হিমেল/ফয়সাল

সর্বশেষ

পাঠকপ্রিয়