ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ার যুবদল নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার

বগুড়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ২৫ নভেম্বর ২০২৩  
বগুড়ার যুবদল নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার

জাহাঙ্গীর আলম

বিস্ফোরক, সন্ত্রাসীসহ বিভিন্ন অভিযোগের ৪০ মামলার আসামি বগুড়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে ঢাকার বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প‌রে শনিবার (২৫ নভেম্বর) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের পরিদর্শক মোস্তাফিজ হাসান।

জাহাঙ্গীর আলম বগুড়া শহরের নবাববাড়ি এলাকার বাসিন্দা। তিনি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। পরবর্তীতে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হন। 

আরো পড়ুন:

পরিদর্শক মোস্তাফিজ হাসান বলেন, জাহাঙ্গীর আলমের নামে বগুড়ার বিভিন্ন থানায় অন্তত ৪০টি মামলা রয়েছে। গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ, সন্ত্রাসী হামলাসহ নাশকতার অভিযোগে এ সব মামলা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করতে অভিযান চালানো হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।
 

এনাম/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়