ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমিল্লা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ২৬ নভেম্বর ২০২৩   আপডেট: ১৫:০২, ২৬ নভেম্বর ২০২৩
কুমিল্লা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে

ফাইল ছবি

কুমিল্লা শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। রোববার (২৬ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তরের পর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা গেছে।

চলতি বছর কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৩৯ শতাংশ। গত বছর যা ছিল ৯০ দশমিক ৭২ শতাংশ। চলতি বছর এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৬৫৫ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১৪ হাজার ৯৯১ জন পরীক্ষার্থী।

ফলাফল বিবরণীতে উল্লেখ করা হয়, চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ১ লাখ ১০ হাজার ৬৫৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এরমধ্যে, মেয়ে পরীক্ষার্থী ৬৩ হাজার ৬৭০ জন এবং ছেলে ৪৬ হাজার ৯৮৫ জন।

মোট পাস করেছে ৮৩ হাজার ৩৭০ জন পরীক্ষার্থী। এর মধ্যে, মেয়ে ৪৯ হাজার ১৫৩ জন এবং ছেলে ৩৪ হাজার ৬১৬ জন। এ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৬৫৫ জন। এর মধ্যে, মেয়ে ৩ হাজার ৫২৩ জন, ছেলে পরীক্ষার্থী ২ হাজার ১৩২ জন।

রুবেল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়