ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ২৬ নভেম্বর ২০২৩  
কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৩৯ শতাংশ। যা গত দুই বছরের তুলনায় কম। ফলাফলে ছেলেদের তুলনায় এগিয়ে আছে মেয়েরা।

রবিবার (২৬ নভেম্বর) বিকালে কুমিল্ল শিক্ষা বোর্ডের সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য বলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তরের পর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হয় ফলাফল।

আরো পড়ুন:

বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে অংশগ্রহণ করেছে এক লাখ ১০ হাজার ৫৪০ জন। সকল বিষয়ে উত্তীর্ণ হয়েছে ৮৩ হাজার ৩৭০ জন। যা মোট ফলাফলের ৭৫ দশমিক ৩৯ শতাংশ। এবারের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ৬৫৫ জন। যা মোট ফলাফলের ছয় দশমিক ৭৮ শতাংশ।

২০২২ সালে পাসের হার ছিল ৯০ দশমিক ৭২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১৪ হাজার ৯৯১ জন। এ ছাড়া ২০২১ সালে পাসের হার ছিল ৯৭ দশমিক ৪৮ শতাংশ। জিপিএ-৫ ছিল ১৪ হাজার ১৫৩ জন।

এ বছর ৪৬ হাজার ৯৪১ জন ছেলে ও ৬৩ হাজার ৬৩৯ জন মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ৩৪ হাজার ১৭৭ জন ছেলে ও ৪৯ হাজার ১৯৩ জন মেয়ে পাস করেছে। এবং জিপি-৫ পেয়েছে দুই হাজার ১৩২ জন ছেলে ও তিন হাজার ৫২৩ জন মেয়েশিক্ষার্থী।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বলেন,বিভিন্ন কারনে গত বছরগুলো তুলনা এবার কুমিল্লা বোর্ডে ফলাফল একটু খারাপ হয়েছে। তবে এবার পুরো সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শতভাগ ১৭টি প্রতিষ্ঠান পাস করেছে, এছাড়া বিশৃঙ্খলার কারণে ৪৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া বোর্ডের আওতাধীন একটি কলেজ একজনও পাশ করেনি।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামান নাসের বলেন, ‘সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা হওয়ার কারণে এবার কিছুটা খারাপ ফলাফল হয়েছে, তবে কী কারণে খারাপ হইছে, আমরা বিষয়টি খতিয়ে দেখব।’

রুবেল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়