ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবরোধেও জনজীবন স্বাভাবিক

আমিরুল ইসলাম, রংপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৯, ২৭ নভেম্বর ২০২৩  
অবরোধেও জনজীবন স্বাভাবিক

ছবি: রাইজিংবিডি

দেশব্যাপী বিএনপি-জামায়েতের সপ্তম দফার ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনেও কোনো প্রভাব পড়েনি রংপুরের জনজীবনে। অরোধকে উপেক্ষা করে সড়ক মহাসড়কে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল ছিল স্বাভাবিক। এছাড়া অফিস, আদালত ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরগুলোর কার্যক্রমও চলছে আগের নিয়মে।

সোমবার (২৭ নভেম্বর) সকাল থেকে অবরোধ সমর্থনে রংপুরের কোথাও চোখে পড়েনি পিকেটিং বা মিছিল। এছাড়া অবরোধ কর্মসূচির মধ্যেও টানা ২৯দিন ধরে বিএনপির জেলা ও মহানগর কার্যালয় আছে তালাবদ্ধ।

আরো পড়ুন:

সকাল ১০টার দিকে নগরীর কামারপাড়া বাসস্ট্যান্ড, টার্মিনালসহ বিভাগের ৮ জেলার প্রবেশদ্বার মর্ডান মোড় ঘুরে দেখা গেছে আন্তঃজেলা বাসসহ ছোট বড় যান বাহনগুলো স্বাভাবিক নিয়মে চলাচল করছে। এ সময় দূরপাল্লার বেশ কয়েকটি বাস প্রবেশ ও ছেড়ে যেতেও দেখা গেছে এই প্রবেশদ্বার দিয়ে। এছাড়া রংপুর রেলস্টেশনে ট্রেন চলাচল করতেও দেখা গেছে।

এদিকে, অবরোধকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রংপুর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর পাশাপাশি সড়ক, মহাসড়কে টহল জোরদার করেছে পুলিশ।

নগরীর শাপলা চত্বর এলাকায় অটোচালক রহিম বলেন, বিএনপির এসব কর্মসূচি অযৌক্তিক। নামে মাত্র হরতাল অবরোধ ডেকে মাঠে নেই তারা।

নগরীর কামারপাড়া বাসস্ট্যান্ডের এনা এসআর পরিবহনের চালক ফুলবাবু বলেন, এই অবরোধের মধ্যে আমাদের যাত্রায় যাত্রী সংখ্যা আগের তুলনায় অনেক কমে গেছে। ফলে আগের তুলনায় এখন আর বাস ছেড়ে যাচ্ছে না। এখান থেকে এখন খুব কমসংখ্যক বাস ছেড়ে যাচ্ছে যাত্রী সংকটের কারণে। তবে রাতে এই সংকট অনেকটা কেটে যায়। রাতে যাত্রী থাকায় বাসও আগের নিয়মে ছেড়ে যেতে পারে। অবরোধের কারণে বাস চলাচল বন্ধ সেটি এবার হয়নি আমাদের পরিবহন সেক্টরে।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান জানান, মহানগর এলাকায় অবরোধকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের টহল জোরদার করা হয়েছে। মহানগরীতে কেউ যাতে কোনো ধরনের নাশকতা পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্ক আছি।

/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়