পিরোজপুরে লাঙ্গলের ৩ প্রার্থীর দু’জনই পাটি চেয়ারম্যানের উপদেষ্টা
পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নজরুল ইসলাম, খলিলুর রহমান ও মাসরেকুল আজম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি সংসদীয় আসনে জাতীয় পাটি (জাপা) প্রার্থী ঘোষণা করা হয়েছে।
পিরোজপুর-১ আসনে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নজরুল ইসলাম, পিরোজপুর-২ আসনে খলিলুর রহমান খলিল ও পিরোজপুর-৩ আসনে মাসরেকুল আজম রবি লাঙ্গল প্রতীকে নিয়ে নির্বাচন করবেন।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে জাতীয় পাটির বনানী চেয়ারম্যানের কার্যালয় থেকে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু সংবাদ সম্মেলনে এ ঘোষণা করেন।
জাতীয় পার্টির মনোনয়ন পাওয়া ৩ জনের মধ্যে খলিলুর রহমান খলিল ও মাসরেকুল আজম রবি এ দু’জনই জাতীয় পাটি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য। মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নজরুল ইসলাম জেলা জাতীয় পাটি সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য।
পিরোজপুর-৩ আসনে ৪ বার নির্বাচিত সংসদ সদস্য জাতীয় পাটির ভাইস চেয়ারম্যান ডাক্তার রুস্তম আলী ফরাজী এবার মনোনয়ন বঞ্চিত রয়েছেন। যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে বেশ আলোচিত বিষয়ে পরিনত হয়েছে।
পিরোজপুর-১ আসনটি নাজিরপুর, পিরোজপুর ও ইন্দুরকানী এই তিন উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৭ হাজার ৩৭ জন।
পিরোজপুর-২ আসন নেছারাবাদ, ভান্ডারিয়া ও ইন্দুরকানী এই তিন উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৪ হাজার ৫১৩ জন।
পিরোজপুর ৩ আসন মঠবাড়িয়া উপজেলা ১ টি পৌরসভা ও ১১ টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ২ লাখ ২৩ হাজার ৪৪১ জন।
তাওহিদুল ইসলাম/টিপু