ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইলে এক বিষয়ে ফেল করায় এইচএসসি ছাত্রীর আত্মহত্যা

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ২৮ নভেম্বর ২০২৩  
নড়াইলে এক বিষয়ে ফেল করায় এইচএসসি ছাত্রীর আত্মহত্যা

নড়াইলের লোহাগড়ায় এইচএসসি পরীক্ষায় ফেল করায় সুরাইয়া আক্তার আশা (১৮) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।

সোমবার (২৭ নভেম্বর) লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রাম থেকে ওই কলেজ ছাত্রীর মরদেহটি উদ্ধার করা হয়।

সুরাইয়া আক্তার আশা লোহাগড়া উপজেলার লক্ষীপাশা মহিলা ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। গত রোববার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে একটি বিষয়ে (ইতিহাস) অকৃতকার্য হয় আশা। নিজের ফলাফলের ওপর অভিমান করে রাতের খাবার না খেয়েই শুয়ে পড়ে। সকালে স্বজনরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে সংবাদ দিলে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

মঙ্গলবার (২৮নভেম্বর) সকালে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাসির উদ্দীন বলেন, ‘মৃত এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার রাতে নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিমানে আত্মহত্যা নাকি অন্য কোনো বিষয় আছে তা আমরা তদন্ত করে দেখছি।

শরিফুল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়