ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ 

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ৫ ডিসেম্বর ২০২৩   আপডেট: ০৯:১৪, ৫ ডিসেম্বর ২০২৩
কুষ্টিয়ায় কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ 

কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা এলাকায় মনির হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইদের বিরুদ্ধে।

সোমবার (৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের হালসা গ্রামে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহত মনির হোসেন উক্ত এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় একজন কৃষক। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় নিহত মনিরের ছেলে আব্দুল্লাহকে (২৫) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের মেয়ে মিলি খাতুন অভিযোগ করে বলেন, আমার ভাই আব্দুল্লাহ ঘরের দরজা এবং জানালা তৈরি করতে দেয় চাচা আমিরুলের কাছে। পরে আব্দুল্লাহ টাকার অভাবে জানালা নেবে না বলে চাচাকে জানিয়ে দেয়।  কিন্তু রাতে জানালা নিতে হবে বলে বাড়িতে আসে চাচা। এসে জানালা না নেওয়ায় তাকে মারধর করে বাড়িতে ফিরে যায়। পরে আবারও রাত ৯টার সময় আবারও বাড়িতে এসে বাবাকে মারধর করে। এতে ঘটনাস্থলেই আমার বাবা মারা যান।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। 

কাঞ্চন কুমার/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়