ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্ট্যাচু হয়ে আনন্দ কুড়ানোর পাশাপাশি আয়ও করছেন আল আমিন

চাঁদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ৫ ডিসেম্বর ২০২৩  
স্ট্যাচু হয়ে আনন্দ কুড়ানোর পাশাপাশি আয়ও করছেন আল আমিন

চাঁদপুরের আল আমিন নিজ শরীরে রঙ মেখে সঙ সেজে নানা স্থানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে যান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তার এই সঙ সাজা। 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) তাকে শহরের শপথ চত্ত্বর মোড়ে দাঁড়াতে দেখা যায়। যা ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

জানা যায়, স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকা আল আমিনের বাড়ি বাগেরহাট জেলায়। তার নানা বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জের সাহেবগঞ্জ গ্রামে। মা ও ছোটবোনের সাথে এখানে বেড়ে উঠেন তিনি। ১৯৯৭ সালে তার জন্ম। বাবা শাহজাহান শেখ ও মা মনোয়ারা বেগম। বর্তমানে আল আমিন শহরের ক্লাব রোডে ভাড়া বাসায় থাকেন। চাঁদপুরে তিনি টাইলস মিস্ত্রির কাজ করছেন।  

আল আমিন বলেন, এক কালারের পোশাক পড়ে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকায় মানুষ আমার সাথে সেলফি তুললে আমি মজা পাই। এতে সহজে ভাইরাল হতে পারছি এবং পরিচিতি পাচ্ছি। লোকজন আমাকে এখন ‘গোল্ডেন বয়’ ‘সেল্ফি ম্যান’ নামে ডাকতে শুরু করেছে। অনেকে আমার সাথে ছবি তুলে কিছু টাকা পয়সা খুশি হয়ে দেয়, যা দিয়ে আমার নিজের চলার মতো অর্থ উপার্জন করছি।

আল আমিন আরও বলেন, টাইলস-এর কাজ করে টাকা পেলেও সম্মান কম। তবে এখন আমি বেশ আলোচিত হচ্ছি। সাংবাদিকরাও আমার সাক্ষাৎকার নেয়। এতে নিজেকে অনেকটা সেলিব্রিটি মনে হয়। তাই এখন খালি হাতে স্ট্যাচু হয়ে না দাঁড়িয়ে হাতে নানা রকম সামাজিক সচেতনতার ব্যানার নিয়ে স্ট্যাচু হয়ে দাঁড়াচ্ছি। মূলত শপথ চত্ত্বরের জয়বাংলা মোড় ও বড় স্টেশনসহ জনসমাগম এলাকায় আমি বেশি বিচরণ করি। আমার সামান্য কাজে যা আয় হয় তা দিয়ে ছোট বোনকে মাধ্যমিকে পড়ার কাজে সহায়তা করি।

আল আমিন আরও বলেন, আমি এখন সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চলাচল বিষয়ে সতর্কতামূলক প্রচারণায় স্ট্যাচু হয়ে কাজ করছি। নিজে বিনোদন দেবার পাশাপাশি অনলাইনে পেইজ ও ইউটিউবে একাউন্ট খুলে নিজের ভিডিও আপলোড করেও আয়ের চেষ্টা করছি। একটা ক্যামেরা কিনতে চাই। সবার সহযোগিতা পেলে আমি সফল হতে পারবো।

জয়/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়