গোপালগঞ্জে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসন ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এ দিবসটি পালন করেছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের প্রধান এস এম আশিক ইকবাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের সরদার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের প্রধান এস এম আশিক ইকবাল বলেন, ‘মাটি ও পানি জীবনের মূল উপাদান। মানুষ অবিবেচকের মতো নানাভাবে এই মাটি দূষিত করছে। প্লাস্টিক বর্জ্য, ইলেকট্রিক বর্জ্য ও কলকারখানার বর্জ্য দ্বারা মাটির চিরস্থায়ী ক্ষতি সাধন করছে।’
তিনি আরও বলেন, এছাড়া কৃষক অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে মাটির অণুজীব ধ্বংস করছে। এতে মাটির বন্ধ্যাত্ব তৈরি হচ্ছে। ফলে মাটির ফসল উৎপাদনের ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে। এর থেকে উত্তরণের জন্য এখনই পদক্ষেপ নিতে হবে। সংশ্লিষ্ট সকল বিভাগকে কৃষকসহ সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন করে তুলতে পারলে মাটি দূষণ ও মাটির স্বাস্থ্য ঠিক রাখা সম্ভব।
বাদল/ফয়সাল