ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্যাম্প থেকে পালানোর সময় ৩০ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫২, ৭ ডিসেম্বর ২০২৩   আপডেট: ০৯:৫৪, ৭ ডিসেম্বর ২০২৩
ক্যাম্প থেকে পালানোর সময় ৩০ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে পালানোর সময় ৩০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় টেকনাফ-কক্সবাজার মহাসড়কে উখিয়া এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, অনুমতি ছাড়াই ক্যাম্পের নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে বাইরে বেরিয়ে জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। এমন অভিযোগে রোহিঙ্গাদের ক্যাম্প ছেড়ে বাইরে আসা ঠেকাতে পুলিশ কঠোর নজরদারি শুরু করেছে। বুধবার সন্ধ্যায় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে উখিয়ার ১৩ ও ১৯ নম্বর ক্যাম্পের ৩০ রোহিঙ্গাকে আটক করা হয়। 

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা জানান, তারা কেউ আত্মীয়ের বাড়ি বেড়াতে, কেউ কাজের সন্ধানে, আবার কেউ চিকিৎসাসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বের হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাসহ তাদের নিজ ক্যাম্প ইনচার্জের (সিআইসি) কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন।

তারেকুর/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়