ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বড় ফেনী নদীতে ধরা পড়ল ২০ কেজির কোরাল

ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৭, ৭ ডিসেম্বর ২০২৩  
বড় ফেনী নদীতে ধরা পড়ল ২০ কেজির কোরাল

বড় ফেনী নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের কোরাল মাছ। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোরে বড় ফেনী নদীর মুছাপুর মোহনায় জেলে নেয়ামত উল্যাহর জালে মাছটি ধরা পড়ে।

ফেনীর সোনাগাজীর পৌর বাজারে মাছটি বিক্রির জন্য আনলে উৎসুক জনতা ভিড় জমান। সেখানে মাছটি বিক্রির উদ্দেশে কেজি ১ হাজার ১০০ টাকা দরে কেনেন মাছ ব্যবসায়ী আবদুল মান্নান।

আরো পড়ুন:

মাছ ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, ‘মাছটি নেয়ামত উল্যাহর জালে ধরা পড়ে। আমি মাছটি কিনে বিক্রির জন্য আনলে কয়েকজন ক্রেতাসহ উৎসুক জনতা ভিড় জমান। পরে প্রতি কেজি মাছ ১ হাজার ২০০ টাকা ধরে বিক্রি করেছি।’

সোনাগাজী উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, সরকার বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা দিয়ে থাকে। একইসঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকার ফলে নদীতে মাছ বেড়েছে। এর সুফল হিসেবে এত বড় কোরাল মাছ ধরা পড়ছে।
 

সাহাব/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়