নবীনগরে বেশি দামে পেঁয়াজ বিক্রি: ৪ দোকানিকে ১৩ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বেশি দামে পেঁয়াজ বিক্রি করার দায়ে চার দোকানিকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে নবীনগর পৌর শহরে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, উপজেলার পৌর এলাকার বিভিন্ন বাজারে সকাল থেকে বেশি দামে পেঁয়াজ বিক্রি করছে দোকানিরা— এমন সংবাদের ভিত্তিতে বিকেলে অভিযান পরিচালনাকালে বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি করার দায়ে চার দোকানিকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, অভিযানকালে সকল পেঁয়াজ দোকানির কাছ থেকে ক্রয় রসিদ যাচাই করা হয়। অস্বাভাবিক মূল্যে পেঁয়াজ বিক্রয় থেকে বিরত থাকার ব্যাপারে দোকানিদের কঠোর নির্দেশনা দেওয়া হয়।
জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
রুবেল/বকুল