ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

বাঁধের কাজে অনিয়ম হলেই ব্যবস্থা: শহিদুল ইসলাম

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ১৫ ডিসেম্বর ২০২৩  
বাঁধের কাজে অনিয়ম হলেই ব্যবস্থা: শহিদুল ইসলাম

পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. শহিদুল ইসলাম বলেছেন, ‌‘সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে কোনো অনিয়ম হলে আমরা কঠোরভাবে তদারকি করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বর থেকে বাঁধের কাজ শুরু হলো, এই কাজ আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করবো।’ 

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের একমাত্র বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্ধোধন করে এসব কথা বলেন তিনি। 

শহিদুল ইসলাম বলেন, ‘এবার জাতীয় নির্বাচন। প্রশাসনের কর্মকর্তারা নির্বাচনের কাজে ব্যস্ত থাকবেন। তারপরও কাজের তদারকিতে কোনো রকম ঘাটতি হবে না।’ 

এসময় অন্যদের উপস্থিত ছিলেন- পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক আমিনুল ইসলাম, সিলেট পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার, সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, সুনামগঞ্জ নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহাসহ প্রশাসনের কর্মকর্তারা।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা যায়, এবার সুনামগঞ্জের ১২টি উপজেলার ৫২টি হাওরে ৭৫০টি প্রকল্পের মাধ্যমে বাঁধের কাজ বাস্তবায়ন করা হবে।

মনোয়ার/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়