ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাকিমপুরে নারী উদ্যোক্তাদের মেলা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৬, ১৭ ডিসেম্বর ২০২৩  
হাকিমপুরে নারী উদ্যোক্তাদের মেলা

বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুরে অনুষ্ঠিত হয়ে গেল নারী উদ্যোক্তাদের মেলা। যেখানে উদ্যোক্তারা তাদের নিজের হাতের তৈরি বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছিলেন।

শনিবার (১৬ ডিসেম্বর) হাকিমপুর উপজেলা প্রশাসন উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপজেলা চত্বরে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় উপজেলার নারী উদ্যোক্তা ফোরামকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে ১৬টি স্টল রয়েছে। 
নারী উদ্যোক্তারা ঘরে বসে শাড়ি, থ্রি পিস, ব্যাগ, পাপস, বিভিন্ন প্রকার আচার এ উন্নতমানের খাবার তৈরি করছেন। তালিকায় রেখেছেন চাইনিজ খাবারসহ নানা রকমের পিঠা-পুলি।

আরো পড়ুন:

অনেক উদ্যোক্তা তাদের কাজের জন্য আরও ৮ থেকে ১০ জন নারী শ্রমিকও রেখেছেন। একদিকে নিজেরা লাভবান হচ্ছেন, অন্যদিকে আরও বেকার নারীদের কর্মসংস্থানের ব্যবস্থাও করছেন তারা।

হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক শিরিন আক্তার শিফা রাইজিংবিডিকে বলেন, ‘বর্তমানে নারী উদ্যোক্তা ফোরামের সদস্য ৬০ জন। আমাদের সবার উদ্দেশ্য এক। কীভাবে নিজেকে স্বাবলম্বী করে তুলবো, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বর্তমান উপজেলা প্রশাসন আমাদের সার্বিক সহযোগিতা করছে। ’

হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রোমানা আক্তার জান্নাত রাইজিংবিডিকে বলেন, ‘আমি গর্বিত হাকিমপুর নারী উদ্যোক্তা হতে পেরে। প্রথমে ২০ জন নারী সদস্য নিয়ে কাজ শুরু করি। বর্তমান আমাদের ৬০ জন সদস্য রয়েছে।’ 
তিনি আরও বলেন, ‘আমরা এর আগে দিনাজপুরে নসিবের প্রশিক্ষণ গ্রহণ করেছি। এখন নারী উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী আগামীতে আরও এগিয়ে যাবো।’

হাকিমপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার রাইজিংবিডিকে বলেন, ‘বিজয় দিবস ২০২৩ উপলক্ষে উপজেলা প্রশাসন নারী উদ্যোক্তাদের মেলার আয়োজন করেছে। এটি শুধু তাদের উৎসাহিত করার জন্যই আয়োজন করা।’ 

/মোসলেম/স্বরলিপি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়