ঢাকা     শুক্রবার   ৩০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেকনাফে নামাজরত শাশুড়িকে কুপিয়ে হত্যা, পুত্রবধূ আটক

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৮, ৩০ জানুয়ারি ২০২৬  
টেকনাফে নামাজরত শাশুড়িকে কুপিয়ে হত্যা, পুত্রবধূ আটক

কক্সবাজারের টেকনাফে নামাজরত অবস্থায় পুত্রবধূর দায়ের কোপে শাশুড়ির মৃত্যু হয়েছে। ঘাতক পুত্রবধূ ছেনুয়ারা বেগমকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পূর্বপাড়া গুচ্ছগ্রাম এলাকায় নিজ বাড়িতে মনোয়ারা বেগমকে কোপানো হয়।

আরো পড়ুন:

স্থানীয় বাসিন্দা জালাল উদ্দিন জানিয়েছেন, পাঁচ দিন আগে পারিবারিক বিষয় নিয়ে মনোয়ারা বেগমের সঙ্গে তার পুত্রবধূ ছেনুয়ারা বেগমের কথাকাটাকাটি হয়। এতে ক্ষুব্ধ হয়ে ছেনুয়ারা বেগম বাপের বাড়িতে চলে যান। বৃহস্পতিবার তিনি স্বামীর বাড়িতে ফিরে আসেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক আচরণ করতে থাকেন। মনোয়ারার ছেলে মো. ইদ্রিস শুক্রবার দুপুরে মাছ ধরতে সাগরে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে নামাজরত অবস্থায় শাশুড়ির গলায় দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন পুত্রবধূ।

আহত মনোয়ারা বেগমকে স্থানীয় শামলাপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ঘরের চালের ওপর ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ছেনুয়ারা বেগমকে আটক করেন। প্রথমে তিনি কোপানোর কথা অস্বীকার করলেও পরে স্বীকার করেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশের বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানিয়েছেন, শাশুড়িকে কোপানোর সত্যতা পাওয়া গেছে। ছেনুয়ারা বেগমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাকে আটক করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/তারেকুর/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়