বাগেরহাটে জাকের পার্টির ২ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

গোলাম ফারুক চান ও বাদল রেজা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে চারটি আসনে ২৮ জন বৈধ প্রার্থীর মধ্যে ২টি আসন থেকে জাকের পার্টির দুই প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন প্রত্যাহারকারীরা। রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা তাদের প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন।
প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন, বাগেরহাট-১ আসন (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) জাকের পার্টির শেখ গোলাম ফারুক চান ও বাগেরহাট-৪ আসন (মোরেলগঞ্জ-শরণখোলা) জাকের পার্টির বাদল রেজা। আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহা. খালিদ হোসেন বলেন, বাগেরহাটে মোট ২৮ জন বৈধ প্রার্থী ছিলেন। প্রত্যাহারের শেষ দিনে জাকের পার্টির দুই প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এর ফলে জেলার ৪টি আসনে ২৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।
জাকের পার্টি বাগেরহাট জেলা কমিটির সভাপতি খান আরিফুর রহমান বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বাগেরহাট-১ ও ৪ আসনের দুইজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে। বাগেরহাট ৪টি আসনের মধ্যে শুধু বাগেরহাট-২ আসনে তার দল প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান তিনি।
বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের শেখ হেলাল উদ্দিন এমপি, জাতীয় পার্টির মো. কামরুজ্জামান, তৃণমূল বিএনপির মাহফুজুর রহমান, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম)-এর মো. মঞ্জুর হোসেন শিকদার, ন্যাশনাল পিপলস পার্টির বাসুদেব গুহ ও বাংলাদেশ কংগ্রেসের আতাউর রহমান আতিকী।
বাগেরহাট-২ (কচুয়া-বাগেরহাট সদর) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের শেখ তন্ময় এমপি, জাতীয় পার্টির হাজরা সহিদুল ইসলাম, জাকের পার্টির খান আরিফুর রহমান, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম)-এর সোলায়মান শিকদার, তৃণমূল বিএনপির মরিয়ম সুলতানা ও স্বতন্ত্র প্রার্থী এসএম আজমল হোসেন।
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের হাবিবুন নাহার এমপি, জাতীয় পার্টির মো. মনিরুজ্জামান মনি, জাসদের শেখ নুরুজ্জামান মাসুম, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএমম)-এর সুব্রত মন্ডল, বাংলাদেশ কংগ্রেসের মফিজুল ইসলাম গাজী, তৃণমূল বিএনপির ম্যানুয়েল সরকার ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার।
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের এইচ এম বদিউজ্জামান সোহাগ, জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রি, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মুহাম্মদ লোকমান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মুহাম্মদ বদরুজ্জামান, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম)-এর রেজাউল ইসলাম রাজু, তৃণমূল বিএনপির লুৎফর নাহার রিক্তা ও স্বতন্ত্র প্রার্থী এম আর জামিল হোসাইন।
শহিদুল/বকুল
- ০ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ০ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ০ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ০ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ০ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ০ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ০ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ০ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ০ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ০ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ০ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ০ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ০ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ০ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ০ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম