ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

নড়াইল-১ আসনে নৌকার প্রার্থীর স্ত্রীও প্রার্থী

নড়াইল সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ১৮ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৭:০৪, ১৮ ডিসেম্বর ২০২৩
নড়াইল-১ আসনে নৌকার প্রার্থীর স্ত্রীও প্রার্থী

স্বামী বিএম কবিরুল হক মুক্তির সঙ্গে চন্দনা হক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন (কালিয়া ও সদরের একাংশে) আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তির স্ত্রী স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করবেন। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসফাকুল হক চৌধুরী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।

এ আসনে মোট ৬ জন প্রার্থী রয়েছেন। অন্য প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির মিল্টন মোল্যা লাঙ্গল, জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম হাতুড়ি, তৃণমূল বিএনপির শ্যামল চৌধুরী সোনালি আঁশ ও জাতীয় পার্টি (মঞ্জু) শামীমা পারভীন ইয়াসমিন বাইসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী নড়াইল-১ (কালিয়া-নড়াইল সদরের একাংশ) আসনে একটি পৌরসভা ও ১৯টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৪০৩ জন। এরমধ্যে ১ লাখ ৩৯ হাজার ১০ পুরুষ এবং ১ লাখ ৩৬ হাজার ৩৯৩ জন নারী ভোটার রয়েছেন।

এ দিকে স্বামীর বিরুদ্ধে নিজে প্রার্থী থাকার বিষয়ে চন্দনা হক বলেন, ‘এ বিষয়ে এখন কোনো কথা বলব না, যা বলার ১৯ ডিসেম্বর আপনাদের ডেকে বলব।’ 
 

শরিফুল/বকুল 

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়