প্রতীক পেলেন বরিশালের ৬টি আসনের প্রার্থীরা
বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম
দ্বাদশ জাতীয় নির্বাচনে বরিশালের ছয়টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে দলীয় ও স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চাওয়া ৩৫ প্রার্থী ও তাদের প্রতিনিধিদের হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কমকর্তা শহিদুল ইসলাম।
এদিকে, বরিশাল-৬ আসনে স্বতন্ত্র তিন প্রার্থী একই প্রতীক চাওয়ায় তা লটারির মাধ্যমে সমাধান করা হয়। এছাড়া, উচ্চ আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পেয়ে প্রতীক পাওয়ার অপেক্ষায় রয়েছেন বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন- বরিশাল-১ আসনে আওয়ামী লীগের আবুল হাসানাত আব্দুল্লাহ ‘নৌকা’, জাতীয় পার্টির সেরনিয়াবাত সেকান্দার আলি ‘লাঙ্গল’ ও এনপিপির মো. তুহিন ‘আম’।
বরিশাল-২ আসনে ১৪ দলীয় জোটের রাশেদ খান মেনন ‘নৌকা’, জাতীয় পার্টির ইকবাল হোসেন ‘লাঙ্গল’, তৃণমূল বিএনপির শাহজাহান সিরাজ ‘সোনালি আঁশ’, কৃষক শ্রমিক জনতা লীগের নকুল কুমার বিশ্বাস ‘গামছা’, এনপিপির সাহেব আলী ‘আম’, স্বতন্ত্র একে ফাইজুল হক ‘ঈগল’ ও স্বতন্ত্র মনিরুল ইসলাম ‘ঢেঁকি’।
বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু ‘লাঙ্গল’, ওয়ার্কাস পার্টির টিপু সুলতান ‘হাতুড়ি’, বাংলাদেশ কংগ্রেসের আজমুল হাসান জিহাদ ‘ছড়ি’, তৃণমূল বিএনপির শাহানাজ হোসেন ‘সোনালি আঁশ’, স্বতন্ত্র আমিনুল হক ‘ঈগল’ ও স্বতন্ত্র আতিকুর রহমান ‘ট্রাক’।
বরিশাল-৪ আসনে জাতীয় পার্টির মিজানুর রহমান ‘লাঙ্গল’, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের হৃদয় ইসলাম চুন্নু ‘ছড়ি’ ও স্বতন্ত্র পঙ্কজ দেবনাথ ‘ঈগল’ প্রতীক পেয়েছেন।
বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের জাহিদ ফারুক শামিম ‘নৌকা’, জাতীয় পার্টির ইকবাল হোসেন ‘লাঙ্গল’, এনপিপির আব্দুল হান্নান ‘আম’, বাংলাদেশ কংগ্রেস পার্টির মাহাতাব হোসেন ‘ডাব’, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আসাদুজ্জামান ‘ছড়ি’ ও স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন ‘ট্রাক’ প্রতীকে নির্বাচনে অংশ নেবেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ) সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ প্রতীক প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন।
বরিশাল-৬ আসনে আওয়ামী লীগের মেজর হাফিজ মল্লিক ‘নৌকা’, তৃণমূল বিএনপির টিএম তুহিন ‘সোনালি আঁশ’, জাতীয় পার্টির নাসরিন জাহান রত্না ‘লাঙ্গল’, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মহসীন ‘মশাল’, বাংলাদেশ কংগ্রেস পার্টির মাইনুল ইসলাম ‘ডাব’, এনপিপির মোশাররফ হোসেন ‘আম’, স্বতন্ত্র সামচুল আলম চুন্নু ‘ট্রাক’, স্বতন্ত্র জাকির হোসেন সাগর ‘রকেট’, স্বতন্ত্র শাহাবাজ মিঞা ‘ঈগল’ ও স্বতন্ত্র কামরুল ইসলাম খান ‘তরমুজ প্রতীক পেয়েছেন।
প্রতীক বরাদ্দ শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের নির্বাচন কমিশনের আইন মেনে প্রচার- প্রচারণা চালানোর আহ্বান জানান প্রার্থীদের।
আরিফুর/মাসুদ
- ৭ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ৮ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ৮ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ৮ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ৮ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ৮ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ৮ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ৮ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ৮ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ৮ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ৮ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ৮ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ৮ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ৮ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ৮ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম