নাটোরে ৩২ প্রার্থী পেলেন প্রতীক
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

নাটোরে চারটি সংসদীয় আসনে ৩২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) নাটোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা প্রার্থীদের প্রতীক তুলে দেন।
প্রতীক প্রাপ্তরা হলেন- নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগের মো. শহিদুল ইসলাম বকুল ‘নৌকা’, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মো. ইব্রাহিম খলিল হাতুড়ি, জাতীয় পার্টির মো. আশিক হোসেন লাঙ্গল, জাসদের মো. মোয়াজ্জেম হোসেন ‘মশাল’, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. লিয়াকত আলী ‘একতারা’, স্বতন্ত্র মো. আবুল কালাম ‘ঈগল’, কাজল রায় ‘ঢেঁকি’, মো. জামাল উদ্দীন ফারুক ‘ট্রাক’ এবং মো. রমজান আলী সরকার ‘কাঁচি’।
নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনে আওয়ামী লীগের শফিকুল ইসলাম শিমুল ‘নৌকা’, জাতীয় পার্টির ড. মো. নুরন্নবী মৃধা ‘লাঙ্গল’, জাসদের মো. শরিফুল ইসলাম ‘মশাল’, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ বজলুর রশিদ ‘ডাব’ এবং স্বতন্ত্র আহাদ আলী সরকার ‘ট্রাক’।
নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ‘নৌকা’, জাতীয় পার্টির মো. আনিসুর রহমান ‘লাঙ্গল’, তৃণমূল বিএনপির মো. আবুল কালাম আজাদ ‘সোনালী আঁশ’, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মো. মিজানুর রহমান মিজান ‘হাতুড়ি’, বাংলাদেশ তরীকত ফেডারেশনের মো. আলতাফ হোসেন ‘ফুলের মালা’, বিকল্প ধারা বাংলাদেশের মো. আনোয়ার হোসেন ‘কুলা’, বাংলাদেশ কংগ্রেসের মো. আমিরুল ইসলাম ‘ডাব’, স্বতন্ত্র মো. শফিকুল ইসলাম ‘ঈগল’ এবং মো. আব্দুল্লাহ আল মামুন ‘ট্রাক’।
নাটোর- ৪ (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) আসনে আওয়ামী লীগের মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ‘নৌকা’, জাতীয় পার্টির মো. আলাউদ্দিন মৃধা ‘লাঙ্গল’, তৃণমূল বিএনপির মো. আব্দুল খালেক সরকার ‘সোনালী আঁশ’, বাংলাদেশ কংগ্রেসের শান্তি রিবারু ‘ডাব’, বিএনএম-এর গাজী আবু সায়েম রতন ‘নোঙর’, জাতীয় পার্টি জেপি’র এস এম সেলিম রেজা ‘বাই সাইকেল’, স্বতন্ত্র আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস ‘ট্রাক’, মো. জাহিদুল ইসলাম ‘ঈগল’ ও সুজন আহম্মেদ ‘দোলনা’।
জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ এবং জেলা প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা প্রতীক বরাদ্দের সময় উপস্থিত ছিলেন।
আরিফুল/মাসুদ
- ০ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ০ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ১ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ১ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ১ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ১ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ১ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ১ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ১ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ১ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ১ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ১ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ১ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ১ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ১ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম