রাজশাহী-৫
ছুটিতে এসে নৌকার প্রচারণায় প্রতিরক্ষা অডিট কর্মকর্তা
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ছুটিতে এলাকায় এসে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থীর নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছেন প্রতিরক্ষা অডিট অধিদপ্তরের নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা রেজাউল করিম। গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) রাতে পুঠিয়ার ভাড়ারা এলাকায় নৌকার নির্বাচনি কার্যালয়ে এক সভায় তিনি অংশ নেন তিনি। রেজাউল করিম বলেন, সামাজিকতা রক্ষার জন্য তিনি ওই প্রোগ্রামে গিয়েছিলেন।
রেজাউল করিম রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা।
শনিবার রাতে নৌকা প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে সভায় তিনি অংশ নেন রেজাউল করিম। এ সময় প্রার্থীর নির্বাচনি এজেন্ট অ্যাডভোকেট আবদুস সামাদ তাকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এমন একটি ভিডিও পাওয়া গেছে।
আবদুস সামাদ বলেন, ‘আমি আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেই। আমার সঙ্গে সফরসঙ্গী হিসেবে এসেছেন, উনি একজন ডিফেন্সের কর্মকর্তা। ডিফেন্স অর্থাৎ ডিফেন্সের হিসাব কর্মকর্তা। মানে অডিট, উনি অডিট কর্মকর্তা। একটি উপজেলায় অডিটের কর্মকর্তা থাকে না? ওইরকম উনি সারা বাংলাদেশের সেনাবাহিনীদের অডিট করেন। আমাদের সাবেক ছাত্রলীগের নেতা ছিলেন উনি। ওনার বাড়ি হলো সাতবাড়িয়া, মোল্লাপাড়ার পাশে, শিলমাড়িয়া ইউনিয়নে। উনি ঢাকায় অবস্থান করেন।’
তিনি আরও বলেন, ‘উনি (রেজাউল করিম) এই নির্বাচনের জন্য এলাকায় চলে আসছেন। এলাকায় শ্রম দিচ্ছেন। আজকে একটু আগে আমাকে ডেকেছিলেন। আমি মোল্লাপাড়ায় দোকান দোকানে ভোট ভিক্ষা করলাম। তারপরে একটা মিছিল করলাম। তারপর নেতার ডাকে বাসায় আসলাম। তারপরে আমি এখানে আসলাম। উনার নাম হলো জনাব মো. রেজাউল করিম।’
বিএনপির ভোট নৌকায় নিশ্চিত করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়ে আবদুস সামাদ বলেন, ‘আমরা সবাই চেষ্টা করবো কেন্দ্রে সবাইকে নিয়ে আসার। বিএনপির মানুষ আসবে, তাদেরকে নৌকা মার্কার ভোটটা নিশ্চিত করাবেন। যারা আমার নৌকার ভোট, তাকে আনার দরকার নেই। সে তাহলে অন্য কাহিনী করবে। যার কারণে সেইভাবে আপনারা কাজ করবেন। নৌকার বিজয় সুনিশ্চিত।’
জানতে চাইলে নৌকার প্রার্থীর নির্বাচনী এজেন্ট আবদুস সামাদ বলেন, ‘রেজাউল করিম ছুটিতে এসেছেন। আমার সঙ্গে বেড়াতে এসেছিলেন।’ বিএনপির ভোট কীভাবে নৌকায় নিশ্চিত করা হবে, এমন প্রশ্ন করা হলে তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে প্রতিরক্ষা অডিট অধিদপ্তরের নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘সামাজিকতা রক্ষার জন্য আমি প্রোগ্রামে গিয়েছি। এটা আচরণবিধির লঙ্ঘন তা আমি জানতাম না। আপনি বললেন, এখন থেকে আর যাবো না।’
রেজাউল করিমের বিষয়ে জানতে চাইলে প্রতিরক্ষা অডিট অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা তাসনিমা পারভীন বলেন, ‘এ রকম হয়ে থাকলে বিধিবিধান দেখে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।’
রাজশাহী-৫ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম নূর হোসেন নির্ঝর বলেন, ‘সরকারি কর্মকর্তা কোনভাবেই প্রচার-প্রচারণায় অংশ নিতে পারবেন না। এটা আচরণবিধির লঙ্ঘন। কোনো ছবি বা ভিডিও পেলে আমি ব্যবস্থা নেবো।’
কেয়া/মাসুদ
- ৭ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ৭ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ৭ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ৭ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ৭ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ৭ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ৭ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ৭ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ৮ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ৮ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ৮ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ৮ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ৮ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ৮ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ৮ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম