কুষ্টিয়া-৩: স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধরের অভিযোগ
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনুর ‘ঈগল’ প্রতীকের কর্মীকে মারধর করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় বুলবুল আহম্মেদ সাগরকে (২৪) কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ঝাউদিয়া ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে। তিনি স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের ক্যাম্প পরিচালনার দায়িত্বে আছেন।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া বাজারে তাকে মারধর করা হয়। এ আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া পৌরসভার ২১নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের নির্বাচনি ক্যাম্প ভেঙে সেখানে নৌকার ক্যাম্প স্থাপন করার অভিযোগ উঠেছে ওই ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা আশার বিরুদ্ধে।
এ সব ঘটনায় কুষ্টিয়া পৌরসভার আড়ুয়াপাড়ার মনির উদ্দিনের ছেলে মো. শামীম শেখ বাদী হয়ে নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সাগর ইজিবাইকে নির্বাচনি প্রচারণা চালানোর জন্য ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে যায়। সেখানে অটো থামিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কেরামত আলী বিশ্বাস, বর্তমান ইউপি চেয়ারম্যান মুন্সি মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকুজ্জামানসহ ১০ থেকে ১২ জন দলীয় ক্যাডার তাকে ধরে নিয়ে মারধর করে।
আহত বুলবুল আহম্মেদ সাগর বলেন, ‘প্রথমে তারা এসে অটোর চাবি কেড়ে নেই। এই সময় একটি মাইক্রোবাসে আমাকে জোর করে তুলে নেই। আমি গাড়ির ভেতরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কেরামত আলী বিশ্বাস, বর্তমান ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকুজ্জামানকে দেখতে পাই। গাড়ির ভেতরে মারতে মারতে আমাকে পাশের গ্রামের বৈদ্যনাথপুর শ্মশানে নিয়ে যায়। সেখানেও আমাকে বাটাম দিয়ে মারধর করে। এ সময় ইউপি চেয়ারম্যান মেহেদী এ কথা কাউকে বললে হত্যার হুমকি দেন।’
রাশেদ নামে স্বতন্ত্র প্রার্থীর আরেক কর্মী বলেন, ‘ঘটনার পর স্থানীয় ক্যাম্প পুলিশকে জানালেও তারা ব্যবস্থা নেয়নি। উল্টো ভাবটা এমন যে আমাদের ধরে নিয়ে যাবে।’ তবে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকউজ্জামান অভিযোগ অস্বীকার করেছেন।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাচাত ভাই স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় ছিলেন। তাই তাকে নিষেধ করেন। তাছাড়া হামলা করেনি।’ হাসপাতালে একজন ভর্তি রয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এই বিষয়ে জানতে চাইলে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু বলেন, ‘আপনারা খোঁজ নিয়ে দেখেন নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা নির্বাচনি আচরণবিধি মানছেন না। উল্টো আমাদের নির্বাচনি অফিস ভাঙচুর করছে এবং আমাদের কর্মীর উপর হামলা করছে। লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা এই সমস্ত অনিয়মের প্রতিকার চাই।’
এ বিষয়ে জানতে নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মুহাম্মদ মাজহারুল ইসলামের মুঠোফোনে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
কাঞ্চন/বকুল
- ৮ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ৮ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ৮ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ৮ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ৮ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ৮ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ৮ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ৮ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ৯ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ৯ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ৯ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ৯ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ৯ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ৯ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ৯ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম