ঢাকা     শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৬ ১৪৩১

কুমিল্লা-৬: স্বতন্ত্র প্রার্থী সীমাকে শোকজ

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২১, ২৬ ডিসেম্বর ২০২৩  
কুমিল্লা-৬: স্বতন্ত্র প্রার্থী সীমাকে শোকজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ২ নম্বর উত্তর দুর্গাপুর  ইউনিয়নের শাসনগাছা বড়বাড়ীতে প্যান্ডেল সাজিয়ে নিজ খরচে ভুড়িভোজের আয়োজনের মাধ্যমে ভোটারদেরকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করার চেষ্টা করায় একই আসনে আওয়ামী লীগ প্রার্থী আ.ক.ম  বাহার উদ্দিন বাহারের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন অনুসন্ধান কমিটির এই আসনের চেয়ারম্যান সিরাজ উদ্দিন ইকবাল শোকজ নোটিশ ইস্যু করেন।

শোকজ নোটিশে বলা হয়েছে, বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কুমিল্লা-৬ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে সাক্ষ্য প্রদানের জন্য নির্দেশ করা হয়েছে।

রুবেল/মাসুদ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়