ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

খুলনা বিভাগের ভোটকেন্দ্র পাহারায় ৫৯৮০৮ আনসার-ভিডিপি সদস্য নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৩, ২ জানুয়ারি ২০২৪  
খুলনা বিভাগের ভোটকেন্দ্র পাহারায় ৫৯৮০৮ আনসার-ভিডিপি সদস্য নিয়োগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের ৪ হাজার ৯৮৪টি ভোট কেন্দ্রের অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষার্থে ৫৯ হাজার ৮০৮ জন আনসার ও ভিডিপি সদস্যাকে নিয়োগ করা হয়েছে। 

মঙ্গলবার (২ জানুয়ারি) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী এতথ্য জানান। 

শাহ আহমদ ফজলে রাব্বী জানান, প্রতিটি ভোটকেন্দ্রে বুধবার থেকে আগামী ৮ জানুয়ারি নির্বাচনি দায়িত্বের অংশ হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। ভোটের পূর্বের দুইদিন, ভোটের দিন, ভোট গ্রহণের পরে একদিন, যাতায়াত ও অন্যান্য প্রস্তুতিমূলক কাজের জন্য একদিন, প্রশিক্ষণের জন্য একদিনসহ মোট ৬ দিনের জন্য একজন পিসি (অস্ত্রসহ), এপিসি (অস্ত্রসহ) ছয়জন আনসার ও ভিডিপি (পুরুষ) ও চারজন আনসার ও ভিডিপি (নারী) মোট ১২ জন করে দায়িত্ব পালন করবেন।

এছাড়া, গত ২৯ ডিসেম্বর থেকে খুলনা বিভাগের ১০টি জেলার ৫৭টি উপজেলা ও খুলনা সিটি করপোরেশনের আইনশৃঙ্খলা রক্ষার্থে ৮৪০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। 

নূরুজ্জামান/মাসুদ

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়