ঝিনাইদহ-২ আসন
প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুর, আহত ১
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ঝিনাইদহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিসে হামলা ও ভাঙচুর করেছে নৌকা প্রতীকের সমর্থকরা। এসময় মনিরুল ইসলাম নামের এক জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার ঝিনুকমালা আবাসনে এই হামলা হয়েছে। আহত মনিরুল ইসলাম ঝিনুকমালা আবাসনের সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে পাগলাকানাই এলাকায় ঝিনাইদহ-২ আসনের নৌকা প্রতীকের নির্বাচনি পথসভা ছিল। পথসভা শেষে নৌকা প্রতীকের সমর্থকরা বাড়ি ফেরার পথে ঝিনুকমালা আবাসনের স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের নির্বাচনি অফিসে হামলা করে। সেসময় অফিসের চেয়ার ভাঙচুর ও পোস্টার ছেঁড়াসহ ১ জনকে বেধড়ক পিটিয়ে আহত করে। এজন্য নিরাপত্তাসহ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আবাসনে বসবাসকারীরা।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঝিনাইদহ-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী’র মূল প্রতিদ্বন্দ্বি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী।
শাহরিয়ার/ফয়সাল
- ০ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ১ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ১ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ১ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ১ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ১ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ১ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ১ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ১ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ১ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ১ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ১ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ১ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ১ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ১ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম