ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

চট্টগ্রাম-১৫ 

ভোটারদের বিতরণের সময় টাকাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ৬ জানুয়ারি ২০২৪   আপডেট: ২০:১৮, ৬ জানুয়ারি ২০২৪
ভোটারদের বিতরণের সময় টাকাসহ যুবক আটক

চট্টগ্রামের সাতকানিয়ার চিববাড়ী এলাকায় ভোটারদের বিতরণের জন্য নিয়ে যাওয়ার সময় ৫ লাখ টাকাসহ এক যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃত যুবকের নাম মো. মঈনুল ইসলাম চৌধুরী।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আটক মঈনুল ইসলাম চট্টগ্রাম-১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের ঈগল প্রতীকের পক্ষে টাকা বিতরণের জন্য নিয়ে যাচ্ছিলেন বলে ভ্রাম্যমাণ আদালতকে জানিয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, মোবাইল কোর্টের টিমকে দেখে পালাচ্ছিলেন ওই যুবক। ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি কালো ব্যাগ তল্লাশি করে ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক জানায়, তিনি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটারদের টাকা বিতরণের জন্য যাচ্ছিলেন।

স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব বিষয়টি অস্বীকার করেছেন। আটক যুবক তার সমর্থক নয় বলে তিনি দাবি করেন। 

রেজাউল/মাসুদ

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়