ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামালপুর-৪

পারলেন না মুরাদ, স্বতন্ত্রের আব্দুর রশীদ জয়ী

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১৪, ৭ জানুয়ারি ২০২৪  
পারলেন না মুরাদ, স্বতন্ত্রের আব্দুর রশীদ জয়ী

ডা. মুরাদ হাসান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ আসনে ডা. মুরাদ হাসানের ঈগল এবং আওয়ামী লীগের নৌকার মাহবুবুর রহমানকে পেছনে ফেলে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে আব্দুর রশিদ।

রোববার (৭ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার সর্বশেষ দেয়া তথ্য অনুযায়ী, আব্দুর রশীদ ৫০ হাজার ৬৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

আরো পড়ুন:

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৬৩৮ ভোট এবং আরেক নিকটতম প্রতিদ্বন্দ্বী আলোচিত-সমালোচিত ও সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ঈগল প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৪৩৩ ভোট।

এর আগে, সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। পরে ৮৯টি কেন্দ্রের ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলে আব্দুর রশীদের জয় নিশ্চিত হয়।

ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়