ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

কুষ্টিয়া-৪ 

নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত কয়েকজন

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ৮ জানুয়ারি ২০২৪  
নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত কয়েকজন

কুষ্টিয়া- ৪ (কুমারখালি-খোকসা) আসনে নির্বাচন পরবর্তী সহিংসতায় কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (৭ জানুয়ারি) রাতে কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নে কালুপাড়া গ্রামে ও যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামে ঘটনাগুলো ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, গতকাল রাতে ভোট গণনার পরে বাগুলাট কালুপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা হয়ে নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুর রউফের কয়েকজন কর্মী সমর্থক বাড়ি ফিরছিলেন। সেসময় পরাজিত প্রার্থী সেলিম আলতাফ জর্জের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে আব্দুর রউফ গ্রুপের কয়েকজন আহত হন। এরপর যদুবয়রার দক্ষিণ ভবানীপুর গ্রামে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সেলিম আলতাফ জর্জের সমর্থক মানিক নামের এক ব্যক্তি আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি শান্ত রয়েছে।

কাঞ্চন/মাসুদ

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়