ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

আমরা এই রকম সাজানো নির্বাচনে আর যাবো না: তৈমুর আলম

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ১০ জানুয়ারি ২০২৪  
আমরা এই রকম সাজানো নির্বাচনে আর যাবো না: তৈমুর আলম

তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘আমরা এই রকম সাজানো নির্বাচনে আর যাবো না। এই নির্বাচন হইছে সরকার টু সরকার, নৌকা ও সরকারের, স্বতন্ত্র ও সরকারের। মনে হচ্ছে দেশটা একটা একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলছে।’

বুধবার (১০ জানুয়ারি) দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে, তিনি জেলা পুলিশ সুপারের কাছে তার দলের এক নারী কর্মীর বাড়িতে হামলার বিষয়ে লিখিত অভিযোগ জানান।

তৈমুর আলম খন্দকার বলেন, ‘তৃণমূল বিএনপি রাজপথে ছিল, রাজপথেই রাজনীতি করবে। আমরা আমাদের দলের চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত আলোচনা করবো। সব ক্যান্ডিডেটকে ঢাকায় ডাকবো, তাদের কাছ থেকে রিপোর্ট নিয়ে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবো।’

 

নির্বাচনের ফলাফল নিয়ে দুঃখ প্রকাশ করে তৈমুর আলম খন্দকার বলেন, ‘রূপগঞ্জে সব ভূমিদস্যুরা আমার বিরুদ্ধে একাট্টা ছিল। তারা মনে করছে, তৈমুর আলম খন্দকার এলে তাকে তারা নিয়ন্ত্রণ করতে পারব না। কারণ শুরু থেকেই আমি ভূমিদস্যুদের বিরুদ্ধে অবস্থানে ছিলাম। দুঃখজনক ব্যাপার হলো, যাদের জমিজমা নিয়ে গেলো তারাও তো ভয়ে-আতঙ্কে আর আগাইয়া আসলো না।’

তিনি আরও বলেন, ‘এই দেশে আমাদের প্রজন্মের পক্ষে সুষ্ঠু রাজনীতি করা সম্ভব না। আগামী প্রজন্মও পারবে না। যদি সম্ভব হয় তৃতীয় প্রজন্ম এসে দেশটাকে ঠিক করতে পারে। কারণ যারা সরকারে আছে তারা মনে করেন, নির্বাচনে হেরে গেলেই তাদের জেলে যেতে হবে। বাংলাদেশে সিস্টেমই এইটা। যে ক্ষমতায় যায় তার প্রতিপক্ষকে জেলে দিয়ে দেয়।’ দলীয় সরকারের অধীনে নির্বাচনে নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা থাকে না বলেও মন্তব্য করেন তৃণমূল বিএনপির মহাসচিব।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে তৃণমূল বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন তৈমুর আলম খন্দকার। এই আসনের নির্বাচনে তিনি তৃতীয় হয়েছেন। 

অনিক/মাসুদ

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়