ঢাকা     সোমবার   ২০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

সাভারে ডাকাতের হামলায় নিরাপত্তারক্ষী নিহত, আরও ২ জন আহত 

সাভার (ঢাকা) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ১৪ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৫:৩০, ১৪ জানুয়ারি ২০২৪
সাভারে ডাকাতের হামলায় নিরাপত্তারক্ষী নিহত, আরও ২ জন আহত 

সাভারের আশুলিয়ার কুটুরিয়া এলাকায় ডাকাতদের হামলায় আব্দুল কাদের (৫৫) নামে একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় আব্দুল কুদ্দুস (৫০) ও আব্দুর রশিদ (৫৫) নামে আরও দুইজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।

শনিবার (১৪ জানুয়ারি) গভীর রাতে কুটুরিয়া এলাকায় আমির দেওয়ানের বাড়িতে ডাকাতিকালে এ হামলার ঘটনা ঘটে। 

নিহত নিরাপত্তারক্ষী আব্দুল কাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বাসিন্দা। 

আমির দেওয়ানের পরিবারের সদস্যরা জানান, শনিবার রাত সাড়ে ৩ টার দিকে তাদের বাড়ির সামনে ১০-১৫ জন ডাকাত উপস্থিত হয়। বাড়ির দ্বিতীয় তলার জানালার গ্রিল কেটে ৩ জন আমির দেওয়ানের ঘরে ঢুকে আগ্নেয়াস্ত্রের মুখে তাকে জিম্মি করে। ডাকাতরা আমির দেওয়ানকে নিয়ে তার ছেলে অয়ন দেওয়ানের কক্ষের সামনে গিয়ে তাঁকে ডাক দেয়। অয়ন ডাকাতদের দেখতে পেয়ে চিৎকার দিলে ওই বাড়ি সংলগ্ন কারখানার ৩ নিরাপত্তারক্ষী এগিয়ে যান। আশপাশের বাড়ির ভাড়াটিয়ারাও এগিয়ে যান। ফলে ডাকাতরা দ্রুত নিচে নেমে এলোপাতাড়ি গুলি ছুড়ে সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় বাড়ি সংলগ্ন নিট ২০০৭ লিমিটেড কারখানার এই ৩ নিরাপত্তারক্ষীকে মারধর করেন। নিরাপত্তারক্ষী আব্দুল কাদেরকে আহত অবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। অপর নিরাপত্তা রক্ষী আব্দুল কুদ্দুসের হাত ও পা ভেঙে গেছে এবং আব্দুর রশিদ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। 

আমির দেওয়ান বলেন, ৩ ডাকাত জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে আমার ছেলেকে ডেকে দিতে বললে আমি  ছেলের কক্ষের সামনে গিয়ে ছেলেকে ডাক দেই| দরজা খুলে সে ডাকাতদের দেখতে সে চিৎকার দিলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। তারা নিচে গিয়ে বেশ কয়েকটি গুলি ছুঁড়েছে।

আমির দেওয়ানের ভাতিজা ও নিট ২০০৭ লিমিটেডের মালিক মো. মামুন বলেন, নিরাপত্তারক্ষীরা বাসার ঠিক সামনে দায়িত্ব পালন করছিলেন। ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় তাদের উপর হামলা চালায়। একজনের চোখে গুলি লাগে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক মো. ইউসুফ বলেন, চিকিৎসাধীর অবস্থায় সকাল সাড়ে ৮ টার আব্দুল কাদের মারা যান। তার ডান চোখের উপরে ধারালো কিছুর আঘাত ছিলো। গুলির কোন চিহ্ন পাওয়া যায়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ওই বাড়ির আশপাশের বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ফুটেজে ৩ জনকে দেখা যাচ্ছে। নিরাপত্তারক্ষী কিভাবে নিহত হলেন সেটি এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সাব্বির/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়