ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ২৪ জানুয়ারি ২০২৪   আপডেট: ১০:৫২, ২৪ জানুয়ারি ২০২৪
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট

বঙ্গবন্ধু যমুনা সেতুর ওপর দুটি ট্রাক বিকল ও ঘন কুয়াশার কারণে টোল আদায় বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) ভোররাতে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে এলেঙ্গা পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, গতকাল রাতে সেতুর ওপর দুটি ট্রাক বিকল হয়ে যায়। এতে টোল আদায়ে বিঘ্ন ঘটে এবং যানবাহনের চাপ বেড়ে যায়। পরে সেতুর নিজস্ব রেকার দিয়ে ট্রাক অপসারণ করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসবে।

কাওছার/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ