ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

গাজীপুরে বন বিভাগের কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ২৪ জানুয়ারি ২০২৪  
গাজীপুরে বন বিভাগের কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের জমি দখল করে নির্মাণাধীন প্রাচীর ও টিনের বেড়া ভেঙে গুড়িয়ে দিয়েছে বন বিভাগ।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নয়নপুর (ডিবিএল সিরামিকস) সংলগ্ন ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন জমির অবৈধ স্থাপনা সরিয়ে সেখানে সামাজিক বনায়নের আওতায় আকাশমনি গাছের চারা রোপণ করে বন বিভাগ।

অভিযানে নেতৃত্ব দেন ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষক শামসুল আরেফিন শুভ। শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মুকলেছুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সহকারী বন সংরক্ষক শামসুল আরেফিন শুভ বলেন, এস এ ১৭৭৩ দাগের সবটুকু জমি বন বিভাগের গেজেটভুক্ত এর মধ্যে ৩.০৮ একর জমি দখল করে নিয়েছিল একটি চক্র। খবর পেয়ে সীমানা প্রাচীর ও টিনের বেড়া ভেঙে বনবিভাগের জায়গা উদ্ধার করা হয়।

রফিক/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়