ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে অলিম্পিক এক্সেসরিজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ২৭ এপ্রিল ২০২৪  
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে অলিম্পিক এক্সেসরিজ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২১ থেকে ২৫ এপ্রিল) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের শেয়ারের দাম সর্বাধিক কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (২৬ এপ্রিল) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে জানা গেছে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১৯.৮৬ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৪.৬০ টাকা। বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১১.৭০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এইচআর টেক্সটাইলের ১৮.৫৭ শতাংশ, সিটি ব্যাংকের ১৭.১৮ শতাংশ, মুন্নু ফেব্রিকসের ১৭.১৭ শতাংশ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ১৬.৬০ শতাংশ, তুং-হাই নিটিংয়ের ১৫.৯১ শতাংশ, অ্যাক্টিভ ফাইনের ১৫.২৮ শতাংশ, বিডি থাইয়ের ১৫.২৫ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ১৪.৮৬ শতাংশ ও জিবিবি পাওয়ারের ১৪.৬৮ শতাংশ শেয়ার দর কমেছে।

এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়