ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো শিশুর 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ২৬ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৫:১৩, ২৬ জানুয়ারি ২০২৪
অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো শিশুর 

গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ৯ টায় শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গড়িয়া মাস্টার লিচু বাগান সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রোমান। তার বয়স চার বছর। সে জামালপুর সদরের হোলাটিয়া এলাকার নাজির উদ্দিনের ছেলে। 

আরো পড়ুন:

নিহতের নানি ছলি বেগম জানান, আজ (২৭ জানুয়ারি) সকালে নাতিকে নিয়ে বাড়ির কাছে আঞ্চলিক সড়কের পাশে বসে রোদ পোহাচ্ছিলেন। পাশেই অন্য শিশুদের সঙ্গে খেলছিল রোমান। খেলতে খেলতে সে রাস্তায় উঠে যায়। হঠাৎ একটি অটোরিকশা এসে রোমানকে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনস্থলেই রোমানের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 

/রফিক/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়