ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

লাইন ফেটে নেত্রকোনা শহরে গ্যাস সরবরাহ বন্ধ

নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ৩ ফেব্রুয়ারি ২০২৪  
লাইন ফেটে নেত্রকোনা শহরে গ্যাস সরবরাহ বন্ধ

সরবরাহ লাইন ফেটে যাওয়ায় নেত্রকোনা জেলা শহরে পাইপলাইনে তিতাসের গ্যাসের সরবরাহ বন্ধ রাখা হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটনা ঘটে।

শহরের কুরপার এলাকার বাসিন্দা মমতা আক্তার বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রান্না বসাতে গিয়ে দেখি চুলা জ্বলছে না। কিছুই বুঝে উঠতে পারছিলাম না। পরে খোঁজ নিয়ে দেখি পাশের সবার বাসাতেও গ্যাস নেই।

তিতাসের নেত্রকোনা আঞ্চলিক অফিসের প্রকৌশলী সুমঙ্গল গোলদার বলেন, ময়মনসিংহের গৌরীপুরে পানি উন্নয়ন বোর্ডের উন্নয়ন কাজের জন্যে মাটি কাটার সময় নেত্রকোনায় গ্যাস সরবরাহের মূল লাইন ফেটে যায়। দুর্ঘটনার আশঙ্কায় তাৎক্ষণিক ময়মনসিংহ থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। লাইনটির ফাটলের স্থানটিকে রাতে প্রাথমিক মেরামত করা হলেও গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে।

সেতু/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়