ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বামীকে খাবার দিতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো স্ত্রীর

শরীয়তপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ৬ মে ২০২৪  
স্বামীকে খাবার দিতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো স্ত্রীর

শরীয়তপুরের ভেদরগঞ্জে বজ্রপাতে কুলসুম বেগম (৩৮) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) দুপুরে উপজেলার চরসেনসাস ইউনিয়নের বেড়াচাক্কি গ্রামে মারা যান তিনি। কুলসুম বেগম একই গ্রামের আফসার উদ্দিন মাঝির স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার সকালে কুলসুম বেগমের স্বামী আফসার জমিতে কৃষিকাজ করছিলেন। দুপুরে কুলসুম বেগম স্বামীকে খাবার দিতে জমিতে যাচ্ছিলেন। বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কুলসুমকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

চরসেনসাস ইউনিয়নের ইউপি সদস্য ইয়াছিন বলেন, দুপুরে কুলসুম বেগম তার স্বামীর জন্য খাবার নিয়ে জমিতে যাচ্ছিলেন। বজ্রপাতে তার মৃত্যু হয় বলে জানতে পেরেছি। বর্তমানে তার মরদেহ চাঁদপুর হাসপাতালে রয়েছে। 

সাইফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়