ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

নরসিংদীতে নারী মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ৯ ফেব্রুয়ারি ২০২৪  
নরসিংদীতে নারী মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা কোহিনূর বেগম। (ছবি- সংগৃহীত)

নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা বীর মুক্তিযোদ্ধা কোহিনূর বেগম (৭৩) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে তিনি বার্ধক্যজনিত কারণে মারা যান। তিনি ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর সদস্য ছিলেন। উপজেলার ভাটেরচর গ্রামের মৃত সিরাজুল ইসলামের মেয়ে। এছাড়া কোহিনূর বেগম উপজেলার দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা ছিলেন।

কোহিনূর বেগম পাঁচ মেয়েসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। শুক্রবার বাদ আসর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসানের উপস্থিতিতে বেলাব থানার ওসি (তদন্ত) মো. ফরিদ উদ্দিন খানের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার দেন। এসময় বেলাব উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বেলাব উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাফি বলেন, উপজেলাতে উনিসহ চারজন বীর মুক্তিযোদ্ধা ছিল। কোহিনূর বেগম অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং দেশের একজন সূর্যসন্তান ছিলেন। বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমি তার আত্মার মাগফেরাত কামনা করি।

হৃদয়/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়