ঢাকা     মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৪ ১৪৩১

মেঘনা নদী থেকে ৫২০০ কেজি জাটকা জব্দ, আটক ৭

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ১৩ ফেব্রুয়ারি ২০২৪  
মেঘনা নদী থেকে ৫২০০ কেজি জাটকা জব্দ, আটক ৭

চাঁদপুরের হাইমচরের ঈশানবালার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫২০০ কেজি (১৩০ মণ) জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। এসময় সাত জনকে আটক করে তারা। পরে মুচলেকা নিয়ে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে এতথ্য জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা কমান্ডার খন্দকার মুনিফ তকি।

মুনিফ তকি বলেন, শরীয়তপুর থেকে ইশানবালাগামী একটি ট্রলারে অভিযান চালানো হয়। ট্রলারটি থেকে ৫২০০ কেজি জাটকা জব্দ করা হয়। আটক করা হয় সাত জনকে। জব্দকৃত মাছের আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা। পরে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, মাদরাসা এবং দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়। 

তিনি আরও কবলেন, আটককৃতদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পরে তাদের ট্রলারসহ ছেড়ে দেওয়া হয়েছে। 

এসময় চাঁদপুর সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, কোস্টগার্ড চাঁদপুরের সাব স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফজলু হক প্রমুখ উপস্থিত ছিলেন।

অমরেশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়