ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ২ জেলে দগ্ধ

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৪  
ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ২ জেলে দগ্ধ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাহেব আলী (৪৫) এবং মামুন (২৪) নামের দুই জেলে দগ্ধ হয়েছেন। এসময় আগুন লেগে পুড়ে যায়  ট্রলার ও মাছ ধরার জাল। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে গঙ্গামতি সংলগ্ন সাগরে দুর্ঘটনাটি ঘটে।

আহত জেলে সাহেব আলী জানান, ৬ জন জেলে নিয়ে ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেট থেকে বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য রওনা দেয় ইসা গাজীর মালিকানাধী ট্রলার। সাগর মোহনায় পৌঁছলে জেলেরা রান্না করার প্রস্তুতি নেন। এসময় গ্যাস সিলিন্ডার আগুন লেগে বিস্ফোরিত হয়। দগ্ধ দুই জেলেসহ ট্রলারে থাকা অন্য চার জেলে সাগরে লাফ দেন। কাছ থাকা অন্য একটি ট্রলার এসে সবাইকে ‍উদ্ধার করে। পরে দগ্ধ সাহেব আলী ও মামুনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।

ট্রলার মালিক ইসা গাজী জানান, আমার ট্রলারটি ফাইবার দিয়ে গড়া। সব জাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দগ্ধ জেলেদের চিকিৎসা কীভাবে করবো সেটা ভেবে পাচ্ছি না।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি জেনেছি। দগ্ধ জেলে ও ট্রলার মালিককে সহায়তা করা যায় কিনা সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ইমরান/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়