ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

৪ ঘণ্টা বিলম্বে সেন্টমার্টিনে পৌঁছাল জাহাজ, যাত্রীদের ভোগান্তি

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২১:৫৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
৪ ঘণ্টা বিলম্বে সেন্টমার্টিনে পৌঁছাল জাহাজ, যাত্রীদের ভোগান্তি

মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সেনা ও সীমান্তরক্ষা বাহিনীর সদস্যসহ ৩৩০ জনকে হস্তান্তরের কারণে প্রায় ৩ ঘণ্টা ভোগান্তির পর ৪ ঘণ্টা বিলম্বে সেন্টমার্টিন পৌঁছেছে পর্যটকবাহী জাহাজ।  

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কক্সবাজারের ইনানী জেটিঘাট থেকে পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে যাওয়ার কথা ছিল। কিন্তু মিয়ানমারের সীমান্তরক্ষীদের প্রত্যাবাসনের ফলে জেটিঘাট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা জোরদার থাকায় পর্যটকদের সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। পরে সেন্টমার্টিনে জাহাজ পৌঁছেছে সন্ধ্যা ৬টার দিকে। অন্যান্য দিন পৌঁছায় দুপুর ২টায়।

কয়েকজন পর্যটকের সঙ্গে কথা হলে তারা বলেন, ‘আজকে প্রত্যাবাসন প্রক্রিয়া হবে জানতাম না। জানলে এই দিনে সেন্টমার্টিনের টিকিট করতাম না। এখানে এসে দেখি বিজিবির সদস্যরা জেটিঘাটের দিকে যেতে দেয়নি। দুপুর ১টার দিকে বিজিবি মহাপরিচালক চলে যাওয়ার পর ঘাটে যাওয়ার অনুমতি দেয়া হয়। ছোট বাচ্চা আর পরিবারের নারী সদস্যদের নিয়ে অনেক্ষণ অপেক্ষা করা কষ্টকর ছিল।’ 

ইনানী জেটিঘাট থেকে সেন্টমার্টিনে যাওয়া দুটি জাহাজের মধ্যে মিয়ানমার সীমান্তরক্ষীদের জন্য ব্যবহার হয়েছিল কর্ণফুলী জাহাজ। 

অপর জাহাজ বারো আউলিয়াতে প্রায় ১২০০ যাত্রী সেন্টমার্টিন পৌঁছেছে সন্ধ্যা ৬টার দিকে। জাহাজটি সেখান থেকে ৬টা ৪৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ফেরার কথা রয়েছে। তবে দ্বীপে অপেক্ষমাণ যাত্রীদের ভোগান্তির শেষ নেই। সেন্টমার্টিন থেকে ফেরার অপেক্ষমাণ ঢাকা যাত্রাবাড়ীর মোসলেম ভূঁইয়া নামের এক যাত্রী বলেন, ‘বিকেল ৩টায় কক্সবাজার ফেরার কথা ছিল। কিন্তু শত শত যাত্রী জাহাজের অপেক্ষায় সেন্টমার্টিন ঘাটে এসে ভিড় করে। সন্ধ্যা পার হয়ে যাচ্ছে অথচ এখনো আমরা সেন্টমার্টিনে রয়েছি। কবে নাগাদ কক্সবাজার পৌঁছাতে পারব তার নিশ্চয়তা নেই। অনেক পরিবার স্ত্রী সন্তান নিয়ে ঘাটে কষ্ট পাচ্ছে।’ 

সেন্টমার্টিনের হোটেল ব্যবসায়ী জসিম উদ্দিন শুভ বলেন, ‘কক্সবাজার ঘাট থেকে সকাল ১০টায় সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হলে ২টার দিকে পৌঁছায় কিন্তু আজ সন্ধ্যা ৬টার দিকে যাত্রীবাহী বারো আউলিয়া প্রায় ১২০০ যাত্রী নিয়ে সেন্টমার্টিন ঘাটে পৌঁছায়। এর আধা ঘণ্টা পর কর্ণফুলীও প্রায় ৯০০ যাত্রী নিয়ে সেন্টমার্টিন জেটিঘাটে পৌঁছায়। সবমিলিয়ে আজকের দিনটি যাত্রীদের ভোগান্তিতে অতিবাহিত হয়েছে।’

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘সেন্টমার্টিন দ্বীপে দেরিতে জাহাজ যাওয়ায় কিছু কিছু পর্যটক ভোগান্তি হলেও বেশিরভাগ পর্যটক আরও একদিন বেশি থাকতে পারবে বলে খুশি হয়েছে। তাদের কোনো সমস্যার কথা এ পর্যন্ত জানতে পারিনি।’
 

তারেকুর/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়