পেকুয়ায় হিটস্ট্রোকে দিনমজুরের মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৯:৫৯, ২৯ এপ্রিল ২০২৪

কক্সবাজারের পেকুয়ায় হিটস্ট্রোকে মোহাম্মদ কালু (৫০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে পেকুয়া সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর মেহেরনামা তেলিয়াকাটা গ্রামে মারা যান তিনি।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা যান। স্বজনদের বক্তব্য শুনে মনে হয়েছে, তিনি হিটস্ট্রোকে মারা গেছেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বলেন, বিষয়টি কেউ আমাকে অবগত করেননি। খোঁজ নেওয়া হচ্ছে।
তারেকুর/মাসুদ