ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে আল আরাফাহ ব্যাংকের শাখা উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৪  
গোপালগঞ্জে আল আরাফাহ ব্যাংকের শাখা উদ্বোধন

গোপালগঞ্জে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ২১৭তম শাখার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের বাবলা টাওয়ারের দ্বিতীয় তলায় ফিতা কেটে উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু। 

আল আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুল হামিদ মিয়া, পরিচালক আহামেদুল হক, লিয়াকত আলী চৌধুরী, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌর সভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বক্তব্য রাখেন। এ সময় আল আরাফাহ ইসলামী ব্যাংকের গোপালগঞ্জ শাখার ম্যানেজার, কর্মকর্তা, ব্যবসায়ী ও গণ্যমান্যব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

এ সময় বক্তারা বলেন, এ ব্যাংক জেলার অর্থনীতিতে ভুমিকা রাখার পাশাপাশি গ্রাহকেরা সহজে তাদের টাকা জমা ও ঋণ নিতে পারবেন। সেইসঙ্গে অর্থনৈতিক নিরাপত্তা পাবেন। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে ব্যাংটি গোপালগঞ্জের উন্নয়নে সহযোগী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। 
 

বাদল/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়