ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শহিদ মিনারে সংবাদ সংগ্রহে টাঙ্গাইল পৌর মেয়রের বাধা

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৬, ২১ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ০৯:২০, ২১ ফেব্রুয়ারি ২০২৪
শহিদ মিনারে সংবাদ সংগ্রহে টাঙ্গাইল পৌর মেয়রের বাধা

টাঙ্গাইল কেন্দ্রীয় শহিদ মিনারে একুশের প্রথম প্রহরের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে টাঙ্গাইল পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীগের বিরুদ্ধে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মেয়রের এমন আচরণের প্রতিবাদে সাংবাদিকরা সংবাদ বর্জন করেছেন।

আরো পড়ুন:

সাংবাদিকরা বলেন, একুশের প্রথম প্রহরের সংবাদ সংগ্রহ ও শহিদ বেদীতে প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে যাওয়ার সময় পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর সাংবাদিকদের ধাক্কা দিয়ে বের করে দেন।

পৌর মেয়রের এমন আচরণ দেখে সেসময় স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন সাংবাদিকদের সঙ্গে বের হয়ে শহরের নিরালা মোড়ে অবস্থান নেন।

সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার বিষয়ে তাৎক্ষণিক প্রশ্ন করা হলে কোনো উত্তর দেননি পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর। পরে তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

সংসদ সদস্য ছানোয়ার হোসেন বলেন, সাংবাদিকদের সঙ্গে এমন ব্যবহার করা মেয়রের ঠিক হয়নি। আমি এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন টাঙ্গাইলের বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিকস ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

কাওছার/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়