ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিষ্ক্রিয় করা হলো সিলেটে উদ্ধার হওয়া মর্টার শেল

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৩, ২১ ফেব্রুয়ারি ২০২৪  
নিষ্ক্রিয় করা হলো সিলেটে উদ্ধার হওয়া মর্টার শেল

সিলেটের গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় পাওয়া ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের ট্যাংক ধ্বংসকারী মর্টার শেলটি নিষ্ক্রিয় করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিট।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সিলেট মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত সোমবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার জাফলংয়ে বালু উত্তোলনকালে মর্টার শেলটি পাওয়া যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র এডিসি সাইফুল ইসলাম জানান, জেলা পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট না থাকায় তারা সিলেট মেট্রোপলিটন পুলিশের সহযোগিতা চাইলে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে এটি নিষ্ক্রিয় করে। মাটিতে পুঁতে সর্তকতার সঙ্গে মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হয়।

তিনি জানান, ধারণা করা হচ্ছে মর্টার শেলটি ব্রিটেনে তৈরি। এটি ট্যাংক ধ্বংসকারী একটি মর্টার শেল এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এ ধরনের মর্টার শেল ব্যবহার করা হতো।

নূর/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়