ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কৃষি জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা 

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৪  
কৃষি জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা 

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কৃষি জমির মাটি কাটার অপরাধে মাদারীপুরের কালকিনি উপজেলায় মো. নুরুল ইসলাম নামে ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাঁশগাড়ী এলাকার মেসার্স আড়িয়াল খাঁ ব্রিকসের ম্যানেজারকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান এ জরিমানা করেন। 

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার কায়েসুর রহমানের নেতৃত্বে কালকিনি থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বাঁশগাড়ী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেসার্স আড়িয়াল খাঁ ব্রিকসে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে ইট তৈরির কাজে ব্যবহার করার অপরাধে ওই ব্রিকসের ম্যানেজার মো. নুরুল ইসলামকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন:

নাম প্রকাশে স্থানীয় কয়েকজন বলেন, এ ধরনের অভিযান অব্যাহত রাখলে অসাধু ব্যবসায়ীরা অনিয়ম করতে পারবে না। এ অভিযান মাঝে মধ্যে করা উচিত।

উপজেলা সহকারী কমিশনার বলেন, এ অভিযান অব্যহত থাকবে।
 

বেলাল/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়