ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ২৯ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১১:০১, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৫

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের একটি ক্লাস্টার ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পাঁচ শিশুর মধ্যে বেঁচে থাকা সর্বশেষ শিশুটিও মারা গেছে। তার নাম রুশমিনা (৩)।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পাঁচ শিশুরই মৃত্যু হলো।

চমেক হাসপাতাল সূত্র জানায়, গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের একটি ক্লাস্টার ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচ শিশুসহ সাত জন দগ্ধ হয়।

তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাসেল নামের এক শিশুকে মৃত ঘোষণা করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আরও চার শিশু। বিস্ফোরণের ঘটনায় বর্তমানে দুই প্রাপ্ত বয়স্ক রোহিঙ্গা নাগরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহসান রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

রেজাউল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়