ঢাকা     মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৪ ১৪৩১

কুষ্টিয়ায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৯, ৩ মার্চ ২০২৪  
কুষ্টিয়ায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

কুষ্টিয়ায় স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে দু’টি ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩ মার্চ) দুপুরে শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে বাহার ডায়াগনস্টিক সেন্টার এবং রয়েল ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিক নামে দু’টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে কুষ্টিয়া সিভিল সার্জন ডা. মো. আকুল উদ্দিনসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বলেন, কুষ্টিয়া সিভিল সার্জন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অবৈধ ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে যৌথ অভিযানে নেমেছি। অনিয়ম, অব্যবস্থাপনা ও কাগজপত্র না থাকায় দু’টি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

কাঞ্চন/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়