ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

বরিশালে নৌযান শ্রমিকদের বিক্ষোভ 

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ৪ মার্চ ২০২৪  
বরিশালে নৌযান শ্রমিকদের বিক্ষোভ 

বরিশালে নৌযান শ্রমিকদের বিক্ষোভ মিছিল।

বরিশালে নাবিক কল্যাণ তহবিলসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা। তারা দাবি আদায় না হলে সারাদেশের সঙ্গে বরিশালেও ধর্মঘটের হুশিয়ারি দিয়েছেন।

সোমবার (৪ মার্চ) দুপুরে বরিশাল নৌ টার্মিনালে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ হুশিয়ারি দেওয়া হয়।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ শেষে সমাবেশে বক্তারা দাবি মেনে না নিলে সোমবার রাত ১২টা থেকে ধর্মঘটের হুশিয়ারি দেন।

তারা বলেন, কর্মরতদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুক দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। ট্রাস্টি বোর্ডের মাধ্যমে কন্ট্রিবিউটরি ফান্ড গঠন, কর্মস্থলে দুর্ঘটনায় মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ করতে হবে। ১১ দফা দাবি বাস্তবায়ন না হলে লাগাতার কর্মবিরতি পালন করবে শ্রমিকরা।

এসময় উপস্থিত ছিলেন- বরিশাল লঞ্চ লেবার এসোসিয়েশনের সভাপতি মাস্টার আবুল হাসেম ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

আরিফুর/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়