ঢাকা     বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এস আলম সুগার মিলের আগুন নেভাতে কোস্টগার্ড

নিজস্ব প্রতিবেদক,  চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ৪ মার্চ ২০২৪   আপডেট: ১৯:৪৩, ৪ মার্চ ২০২৪
এস আলম সুগার মিলের আগুন নেভাতে কোস্টগার্ড

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় অবস্থিত এস আলম সুগার মিলে লাগা আগুন সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে কোস্টগার্ডের অগ্নিনির্বাপন ইউনিট। সোমবার (৪ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়।  

আরও পড়ুন: চট্টগ্রামে এস আলম সুগার মিলে আগুন

আরো পড়ুন:

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন জানান, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, পুলিশ ঘটনাস্থলে যৌথভাবে কাজ করছে। এখন পর্যন্ত আগুনে কোনো হতাহতের খবর নেই। 

এস আলম গ্রুপের নির্বাহী পরিচালক সুব্রত কুমার ভৌমিক জানান, এস আলম সুগার মিলের গোডাউনে অজ্ঞাত উৎস থেকে আগুন লেগেছে। কিভাবে এর সূত্রপাত আমরা নিশ্চিত নই। ফায়ার সার্ভিস ও বিভিন্ন সংস্থা আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। 

এস আলমের এই গুদামে রমজানের জন্য আমদানিকৃত বিপুল পরিমাণ চিনির মজুদ রয়েছে বলে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। সেখানে মজুত চিনির পরিমাণ এক লাখ টনের বেশি হতে পারে বলে ধারণা তাদের।

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়